বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র

২৬ এপ্রিল ২০২১

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের ফলাফল শেষ পর্যন্ত ড্রই হলো। পাল্লেকেলের উইকেটে বোলাররা সুবিধা পাবে না, প্রথম দিনই সেটার আভাস মিলেছিল। ব্যাটসম্যানরা হেসে খেলে ব্যাট চালিয়েছেন। বাংলাদেশের দুজন পেয়েছেন সেঞ্চুরি। শ্রীলঙ্কার একজন ডাবল সেঞ্চুরি, আরেকজন দেড়শ। ম্যাচটি ছিল পুরোটাই ব্যাটসম্যানদের দখলে।

এই ড্রয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০ পয়েন্টে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ড্র করে ২০ পয়েন্ট পেল মুমিনুল হকের দল। আগের পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৯ এপ্রিল শুরু হবে।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫৪১/৭, ও ১০০/২ ( তামিম ৭৪*, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ২৩ ; লাকমল ৮-২-২১-২, ফার্নান্দো ৫-২-১৮-০, ডি সিলভা ১১-১-৪৬-০)।

 

শ্রীলঙ্কা: ১৭৯ ওভারে ৬৪৮/৮ (করুনারত্নে ২৪৪, ধনাঞ্জয়া ১৬৬, নিসানকা ১২, ডিকভেলা ৩১, হাসারাঙ্গা ৪৩, লাকমল ২২*, বিশ্ব ০*; আবু জায়েদ ১৯-২-৭৬-০, তাসকিন ৩০-৬-১১২-৩, ইবাদত ২১-১-৯৯-১, মিরাজ ৫৮-৬-১৬১-১, তাইজুল ৪৫-৯-১৬৪-২, মুমিনুল ৪-০-১৮-০, সাইফ ২-০-৫-০)।


মন্তব্য
জেলার খবর