মন্তব্য
জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছিলেন ইংলিশ গায়ক নিক জোনাসকে। মা হতে চলেছেন তিনি। সে খবর সমাপ্রতি নেটে জানিয়েছেন।
মা হওয়ার খবর শুনে তাকে স্বাগত জানিয়েছেন বলিউড-হলিউডের বিভিন্ন সুপার স্টাররা। এবার সেই তালিকায় যোগ হলো আনুশকা শর্মার নাম।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটপত্নী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, দু’জনের জন্যই রইল শুভেচ্ছা। অনাস্বাদিত আনন্দ ভাগের অভিজ্ঞতা ও ভালোবাসা তো বটেই, পাশাপাশি রাত জাগার জন্যও একেবারে প্রস্তুত হয়ে থেকো। আর পুঁচকেটিকেও অফুরান ভালোবাসা।’
আরআই