নববধূকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক স্বামী আটক

২৬ এপ্রিল ২০২১

চট্টগ্রাম  সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরীতে নিজের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিয়ের মাত্র ৫ মাসের মাথায় এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। আর বন্দিদশা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। সোমবার (রোববার দিনগত) রাত ২টার দিকে শুলকবহর এলাকার একটি বাসা থেকে ওই চিকিৎসককে আটক ও তার স্ত্রীকে উদ্ধার করা হয়।

আটক চিকিৎসকের নাম মহসিন। তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্র্যাক্টিস করেন বলে জানা গেছে। থানায় দেয়া অভিযোগ বলছে, বিয়ের পর শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন করছিলেন অভিযুক্ত চিকিৎসক। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ যৌতুকের দাবিতে নির্যাতন ছাড়াও একাধিকবার জোর করে গর্ভপাত ঘটানো ও অন্য পুরুষ দিয়ে ধর্ষন করানোর হুমকি দেয় মহসিন। নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী, শ্বাশুড়িসহ তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নিজেই।

 

পাঁচলাইশ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, যৌতুকের জন্য একাধিকবার চিকিৎসক স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন এক নারী। অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। যেহেতু এটি পারিবারিক বিষয়, তাই সবকিছু বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

 

দিলীপ ‍কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর