পুলিশের গুলিতে নিহত শ্রমিকের পরিবার পাবে ২ লাখ টাকা

২৬ এপ্রিল ২০২১

চট্টগ্রাম  সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষকালে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবেন দুই লাখ টাকা। আর চিকিৎসার জন্য আহত প্রত্যকে শ্রমিক পাবেন ৫০ হাজার টাকা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা দেওয়া হবে। এ সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সরকারি হিসাবে এ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত আর ১৫ শ্রমিক আহত হয়েছেন।  

সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন বলে পিআইডির পরিবেশিত খবরে জানা গেছে। প্রতিমন্ত্রী বলেন, ‘বাঁশখালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। একটি শ্রমজীবী পরিবারের কর্মক্ষম ব্যক্তির মৃত্যু হলে সে পরিবারটি অসহায় হয়ে পড়ে। এ অসহায় শ্রমিক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহায়তা দেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, শ্রম আইন অনুযায়ী কর্মস্থলে দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে নিহত শ্রমিকের পরিবারকে সর্বোচ্চ দুই লাখ পর্যন্ত এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তার বিধান রয়েছে।

দিলীপ ‍কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর