মন্তব্য
মাস্ক না পরায় জরিমানা, ছবি সংগ্রহ করা।
দেশ-বিদেশে বেশ শক্তভাবেই আঘাত হেনেছে করোনা। করোনা রোগী মৃত্যু ও শনাক্তের মিছিল ক্রমশঃ লম্বাই হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরতে বারবার নির্দেশনা দিচ্ছে সরকার। কিন্তু সেই নির্দেশনা তেমনটা গা না করায় এবার মাস্ক পরাতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) সরকারি তথ্য বিবরণীতে কঠোর হওয়ার তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, মাস্ক ছাড়া জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একজন ব্যক্তিকে একসঙ্গে দুটি মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
এমকে