আরও ৯৭ প্রাণহানি

২৭ এপ্রিল ২০২১

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩০৬ জনের। সুস্থ হয়েছেন চার হাজার ২৪১ জন করোনা রোগী। সোমবার (২৬ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ১৫০ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি।শনাক্তের হার ১৩ দশমিক ৯৪।   

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ৮৬৪টি, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৭৮৬টি। শনাক্তের হার ১২ দশমিক ৮২। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬১ জন, নারী ৩৬ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৬৩ জন, চট্টগ্রামে ১২ জন, রাজশাহীতে চার জন, খুলনা ও সিলেটে ছয় জন করে, বরিশালে তিন, রংপুরে দুই, ময়মনসিংহে একজন আছেন। সরকারি হাসপাতালে ৪৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৪ জন ও বাসায় তিন জন মারা গেছেন। বাকি একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর