মন্তব্য
দিল্লিতে সাবেক ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীরের এনজিও-তে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এক কোটি টাকা দিয়েছেন বলিউডের নায়ক অক্ষয় কুমার।
শুধু রোগীদের জন্যই নয়, এ অতিমারি আবহে যারা যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে সাহায্য করবে অক্ষয় কুমারের এ অনুদান।
গম্ভীরের টুইটের জবাবে অক্ষয় লিখেছেন, এটা খুবই কঠিন সময়। আমি খুশি এটা ভেবে যে আমি কিছু সাহায্য করতে পেরেছি। এই কঠিন সময় থেকে আমরা সবাই ঠিক উঠে দাঁড়াব, সেই আশা রাখি। ভালো থাকুন।
দ্য ওয়াল