মন্তব্য
একবার ক্যাটরিনা কাইফের ছবি আঁকতে গিয়ে নাকি সালমান খান এঁকে ফেলেছিলেন বিদ্যা বালানের ছবি।
ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' এর মঞ্চে সঞ্চালক সালমান অনুষ্ঠানে উপস্থিত অতিথি বিদ্যা বালানকে জানিয়েছিলেন এ কথা।
গল্প আড্ডার ফাঁকে পাশে বসা বিদ্যা বালানকে 'ভাইজান' বলেন, একবার তিনি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পোট্রেট এঁকে তাকে উপহার দিতে যান। ক্যাটরিনা বলেন,' উঁহু,বিদ্যা বালানের মতো লাগছে তো!'
হিন্দুস্তান টাইমস