দেশে করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে সরকার আরোপিত বিধিনিষেধের (‘লকডাউন’) মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাতদিন বাড়ছে এ মেয়াদ। সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেয়াদ বাড়ানোর এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রীর দেয়া তথ্যনুযায়ী আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলেই প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন জারি হলে এ মেয়াদ গিয়ে দাঁড়াবে ৫ মে পর্যন্ত। এর আগে আন্তমন্ত্রণালয় সভায় ‘লকডাউন’ এর মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়।
প্রসঙ্গত, ১৪-২১ এপ্রিল পর্যন্ত মেয়াদে এ বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীতে সাতদিন বাড়িয়ে এ মেয়াদ করা হয় ২৮ এপ্রিল পর্যন্ত।বিধিনিষেধের প্রথম মেয়াদেই সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। আর দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়। যদিও বিধিনিষেধে উল্লেখ করা হয় জরুরি সেবা ও পন্যবাহী যানবাহন ছাড়া বিধিনিষেধের মেয়াদকালে সবকিছুই বন্ধ থাকবে। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে যাওয়া যাবে না।
এমকে