মন্তব্য
ভারতের কেরালায় পিপিই পরে বিয়ের মঞ্চে চলে গেছেন কনে। হাসপাতালের ওয়ার্ডেই সীমিত পরিসরে দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে।
বর সরথমন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কেরালার আলাপপুঝা ভ্যান্ডানাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোববার হাসপাতালের করোনা ওয়ার্ডের একটি বিশেষ কক্ষে ওই বিয়ের আয়োজন করা হয়।