আফগান সফরের আগে বোলিং কোচ নিয়োগ

২৭ জানুয়ারী ২০২২

বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের জায়গাটি বর্তমানে ফাঁকা রয়েছে। এ মাসের ২০ তারিখে শেষ হয় গিবসনের সঙ্গে বিসিবির দুই বছর মেয়াদি চুক্তি। আগামী আফগান সফরের আগেই বোলিং কোচ ঠিক কর হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস।

 

তিনি বলেন, ‘বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় ৩-৪টা নাম আছে। এখনও চূড়ান্ত হয়নি। আশাকরি আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত করে ফেলতে পারব।’

 

বোর্ডের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক গতি তারকা শন টেইট ও শ্রীলঙ্কান সাবেক পেসার চামিন্দা ভাস। টেইট বর্তমানে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

জালাল ইউনুস বলেছেন, ‘বিপিএলেরও হতে পারে, বাইরেরও হতে পারে। যে সবচেয়ে ভালো হবে তাকেই আনার চেষ্টা করছি। (শন টেইট, চামিন্দা ভাস) হ্যাঁ, মিডিয়াতে আমি শুনেছি। টেইট তো আগেই বলেছে সে আগ্রহী। ভাসও আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে।’

 

নতুন কোচের মেয়াদও দুই বছর মেয়াদী হবে বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স। তিনি বলেন, ‘কোনো কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দিব দুই বছরের চুক্তিতে দায়িত্ব দিব। বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য লিগে কাজ করে। আমরা আলাপ-আলোচনা করছি- বছরে কতদিন কাজ করবে সেই চুক্তিতে যাব নাকি ফুল টাইম। কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইমের জন্য নিয়োগ দিব।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর