তাপদাহ শেষে কালবৈশাখি

২৭ এপ্রিল ২০২১

দেশে চলমান তাপদাহ শেষে আঘাত হানবে কালবৈশাখি। এ তাপদাহ থাকবে আগামী মাসের শুরু পর্যন্ত। আর চলমান তাপদাহ ছড়িয়ে পড়তে পারে আরও এলাকায়। ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা কমে আসলেও গরম কমবে না। ঝড়-বৃষ্টি কমলে ফের বাড়তে পারে তাপমাত্রা। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।  

পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী ও খুলনা অঞ্চলের কিছু অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশসহ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। ফলে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

গেল সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়ছে। চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গেল রোববার, যশোরে- ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা ছিল সাত বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবারও দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, হাঁসফাঁস করছে প্রাণীকুল। বিশেষ করে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠছে। কাহিল হয়ে পড়ছে শিশু-বৃদ্ধরা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর