গাড়ির ছাদে লাশ বেঁধে শ্মশানে

২৭ এপ্রিল ২০২১

ভারতের উত্তরপ্রদেশের একটি ছবি সামাজিক মাধ্যম থেকে সংবাদমাধ্যমে উঠে এসেছে।  ছবিটিতে দেখা যাচ্ছে, লাশবাহী গাড়ি না পেয়ে প্রাইভেটকারের ছাদে বাবার মরদেহ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। 

একটি লাল রঙের প্রাইভেটকারের ছাদে সাদা চাদরে মোড়া একটি মরদেহ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার দেহ। যিনি সম্প্রতি করোনায় মারা যান।

শেষকৃত্যের জন্য লাশ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাননি মোহিত। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে আগ্রার মোক্ষধামে নিয়ে যান শেষকৃত্যের জন্য।

সংবাদ প্রতিদিন


মন্তব্য
জেলার খবর