টিকার বিষয়ে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ বিএনপির

২৭ এপ্রিল ২০২১

ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট টিকা সরবরাহে ব্যর্থ হলে আন্তর্জাতিক পর্যায়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। একই সঙ্গে দাম মেটানো ভ্যাকসিন সরবরাহে ভারত সরকারের সঙ্গে বোঝাপড়ার জন্য তাগিদ দিয়েছে দলটি। সোমবার (২৬ এপ্রিল) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতে এ সংবাদ সম্মেলন হয়। শনিবার (২৪ এপ্রিল) এ বৈঠক হয়।

বিএনপি মহাসচিব ফখরুল জানান, আওয়ামী লীগ সরকার আর্থিক স্বার্থ হাসিলের জন্য সরকারিভাবে আমদানি না করে, পছন্দ মতো চিহ্নিত ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে টিকা আনার দায়িত্ব দিয়েছে। টিকার অগ্রিম মূল্য পরিশোধ করেও এখন পর্যন্ত দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। টিকার জন্য সরকার এখন অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে, অথচ এক বছর আগেই বিএনপি এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল।

এমকে


মন্তব্য
জেলার খবর