সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন

২৭ এপ্রিল ২০২১

সূচকের মিশ্র প্রবণতায় আগের কার্যদিবসের তুলনায় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় সাত কোটি টাকা।বাজার মূলধন বেড়েছে ১৬০ কোটি ২৫ লাখ দুই হাজার টাকা।লেনদেন হয় মোট ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০২টির,কমেছে ১৯১টির এবং  অপরিবর্তিত ছিল ৬২টির।

এদিনে লেনদেন হয় এক হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকার। লেনদেন বেড়েছে ছয় কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকা। ২৬ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৭৪৭টি শেয়ার এক লাখ ৬২ হাজার ৪৭৭ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান পতনের চিত্র দেখা গেছে।

প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৮৫ দশমিক ৮৬ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সাত দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে এক হাজার ২৬২ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক আট দশমিক ২০ পয়েন্ট বেড়ে দুই হাজার ১২৫ দশমিক ৮৯ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ৭২ হাজার ৭৭৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকায়।

 

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), লেনদেন হয় ১৩৮ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার।দর বেড়েছে এক টাকা ৯০ পয়সা। দ্বিতীয় অবস্থানে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৭২ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়, দর বেড়েছে চার টাকা ৬০ পয়সা । বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬৯ কোটি ৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়, দর ৬০ পয়সা কমেছে। জিবিবি পাওয়ার লিমিটেডের ৩৪ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি (বিডি ফাইন্যান্স) লিমিটেডের ৩৩ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩২ কোটি ৯০ লাখ ৬৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৩১ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার টাকার, রবি আজিয়াটা লিমিটেডের ২২ কোটি ৭৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। অ্যানোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৯ দশমিক ৯৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৯ দশমিক ২৩ শতাংশ, এস্কোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের আট দশমিক ৪৪ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের আট দশমিক শূন্য চার শতাংশ শেয়ারদর বেড়েছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর