ক্রিকেটকে বিদায় জানালেন পেরেরা

২৭ জানুয়ারী ২০২২

শ্রীলঙ্কার অফ স্পিনার ও ব্যাটার দিলরুয়ান পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। লঙ্কান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।

 

২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। গত বছরের জানুয়ারিতে দেশের হয়ে শেষ ম্যাচটাও খেলেন ইংলিশদের বিপক্ষেই। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পেরেরা ওয়ানডেতে খেলেছেন মাত্র ১৩টি। যেখানে ১৩ উইকেটের সঙ্গে করেছেন ১৫২ রান। ওয়ানডেতে তার সবশেষ ম্যাচ ২০১৮তে বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে।

 

দিলরুয়ান পেরেরার টি-টোয়েন্টি অভিষেক ২০১১তে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই বছরই এ ফরম্যাটে শেষ ম্যাচ খেলেন তিনি। টি-টোয়েন্টি সংস্করণে ৩ ম্যাচে পেরেরা পেয়েছেন মাত্র ৩টি উইকেট।

 

টেস্ট অভিষেক ২০১৪তে। এই সংস্করণেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দিলরুয়ান পেরেরা। ৪৩ ম্যাচে ৩৫.৯০ গড়ে ১৬১ উইকেট নিয়েছেন তিনি। ৫ উইকেট ৮ বার এবং ১০ উইকেট রয়েছে দু’বার। এছাড়া ব্যাট হাতেও ৭ ফিফটিতে করেছেন ১৩০৩ রান।

 

আরআই


মন্তব্য
জেলার খবর