সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে নারীসহ আটক ৪

২৭ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ির শান্তিরহাট এলাকায় এক বেকারিতে সাংবাদিক পরিচয়ে চাদাঁবাজিকালে ২ নারীসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। চাদাঁবাজিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোবাইল সেট, ২টি দামি ক্যামেরা জব্দ দেখিয়েছে পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হচ্ছেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের ধোপঘাট এলাকার জয়নাল আবেদিন জয়, গাজীপুরের ভাধুন এলাকার এয়াছিন সরকার হৃদয়, জামালপুরের মাধারগন্ডার নয়াপাড়ার পারভিন আকতার লিমা এবং গাজীপুরের নাউরুর এলাকার বিলকিস আকতার রুবি।

পুলিশ জানায়, সোমবার ভোরে একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্টো গ-২৮-৯৮২০) নিয়ে গাজীপুর থেকে প্রতারনার উদ্দেশ্যে রওনা দেয় তারা। পথে কুমিল্লার একটি ইটভাটা, ফেনী করেরহাট এলাকায় আরো একটি ইটভাটা থেকে এবং ফেনী করেরহাট সড়কে একটি কাঠ বোঝাই গাড়ি ও হোঁয়াকো বেকবাজার নামক স্থানে কাঠ বোঝাই আরো একটি গাড়ির চালকের কাছে থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা নেয় তারা। এরপর ওই বেকারিতে হানা দেয়। সেখানেও সাংবাদিক পরিচয় দিয়ে ও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। বেকারির মালিক তাদের চাহিদা মতো টাকা জোগারে পাশের দোকানদারের কাছে গিয়ে ঘটনা খুলে বললে স্থানীয় লোকজন প্রতারণা বিষয়টি টের পায়। এরপরই গাড়িসহ তাদের আটক করে পুলিশে খবর দেয়া হয়।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউল হক বলেন, তারা ৪ জন সাংবাদিক পরিচয় দিয়ে এক বেকারি থেকে বিস্কুট নেন, বিস্কুটের মূল্য পরিশোধ না করে বেকারি মালিককের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়। পরে সমাধান করার কথা বলে টাকা দাবি করলে ব্যবসায়ীরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কৃতকর্ম স্বীকার করে এবং অনেক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের কথা জানায়। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর