বায়েজিদ বোস্তামী মাজার পুকুরে শিশুর কঙ্কাল

২৭ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজারের পুকুর থেকে নিখোঁজ শিশু নুর আলমের খুলী আর পায়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে মাথার খুলি এবং সন্ধ্যায় পা দুটির কঙ্কাল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার।

উদ্ধারের পরে খুলী আর পায়ের কঙ্কাল তার সন্তানের বলে শনাক্ত করেছেন নুর আলমের মা হেনা বেগম। নয় বছর বয়সী নুর আলম হবিগঞ্জ জেলার সদর থানা এলাকার নুর নবীর ছেলে। ৪/৫ দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেও জানান হেনা বেগম। হেনা বেগম মাজারের পাশেই বসবাস করেন।

ওসি প্রিটন সরকার বলেন, বিকালে স্থানীয় লোকজন পুকুরে মাথার খুলি দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। সন্ধ্যায় পুকুরের কচ্ছপ প্রজনন কেন্দ্রের লোকজন ডিম খুঁজতে গিয়ে দুই পায়ের সন্ধান পায়। পুকুরের বড়বড় কচ্ছপগুলো পা দুটো নিয়ে টানাটানি করছিল। খবর পেয়ে পুলিশ আবার গিয়ে পা দুটি উদ্ধার করে।

ওসি আরো বলেন, পা দুইটির মধ্যে বাম পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাংস ছিল। আর ডান পায়ের শুধু পায়ের পাতাতে মাংস আছে। পুকুরটিতে অনেক বড় বড় কচ্ছপ ও মাছ আছে। সেগুলো দেহটির শরীরের মাংস খেয়ে ফেলেছে বলে মনে হচ্ছে। লাশটি পুকুরে কীভাবে এলো তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, এ পুকুরে থাকে বড় বড় কাছিম আর গজার মাছ। দুর-দুরান্ত থেকে দর্শনার্থীরা এসে এ পুকুরে বিভিন্ন খাবার খাইয়ে মানত পূর্ণ করেন। কিন্তু সেই পুকুর থেকে শিশুর কঙ্কাল ও মাথার খুলী উদ্ধারের ঘটনায় বিস্ময় করেছেন এলাকাবাসী।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর