একদিনে দুই জায়গায় দুই সন্তানের জন্ম

২৮ এপ্রিল ২০২১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় একদিনে দুই জায়গায় দুই সন্তানের জন্ম দিলেন আরজিনা বিবি। প্রথমে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে মেয়ে সন্তানের জন্ম দেন, এরপর হাসপাতালে গিয়ে জন্ম দেন ছেলে সন্তান।

মুর্শিদাবাদের শক্তিপুর থানার মিঞাগ্রামের বাসিন্দা আরজিনা বিবিকে নিয়ে কাটোয়া হাসপাতাল যাচ্ছিলেন তার স্বামী সিরাজ শেখ।  কিন্তু প্রসব যন্ত্রণা বেড়ে গেলে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে কাপড়ে আড়াল করে প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানেই মেয়ে সন্তানের জন্ম দেন।

এরপর সদ্যোজাত কন্যাসহ ওই নারীকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে আনার পরেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

সংবাদ প্রতিদিন


মন্তব্য
জেলার খবর