সাত বছর ধরে রোজা রাখছেন নাদিন পার

২৮ এপ্রিল ২০২১

শ্রীলঙ্কা থেকে বহুদূর যুক্তরাষ্ট্রে থাকেন নাদিন পার। তিনি অমুসলিম হয়েও রমজানে রোজা রাখেন। খ্রিস্টান ধর্মানুসারী নাদিনের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীও মুসলিম।

রোজা পালন প্রসঙ্গে তিনি বলেন, এটি আমার মুসলিম বন্ধুদের সঙ্গে সংহতি প্রকাশের একটি উপায়। তা ছাড়া যীশুর অনুসারী হিসেবে আমার নিজের ধর্মবিশ্বাসেরও একটি বহিঃপ্রকাশ।

স্কুলশিক্ষক নাদিন থাকেন মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র‍্যাপিডসে। তিনি বলেন, গত সাত বছর ধরে আমি রমজানে রোজা রাখার নিয়ম মেনে চলছি। তখন আমি সকালের খাবার খাই সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের আগপর্যন্ত সবরকম খাওয়া থেকে বিরত থাকি।

তার মতে, এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির বন্ধুদের সঙ্গে সেতুবন্ধনের চমৎকার মাধ্যম।

বিবিসি বাংলা


মন্তব্য
জেলার খবর