ঢাকাসহ প্রায় সবগুলো বিভাগের ওপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এতে কাহিল হয়ে পড়ছে মানুষ, হাঁসফাঁস করছে প্রাণীকূল। দুই একটি এলাকা ছাড়া বেশিরভাগ অঞ্চলে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দুই এক জায়গায় বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না, তাপপ্রবাহ আগের মতোই থাকার ইঙ্গিত আবহাওয়া অধিদফতরের। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহী ও শ্রীমঙ্গলে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৮, ময়মনসিংহে ৩৭, চট্টগ্রামে ৩৪, সিলেটে ৩৬ দশমিক ৫, রংপুরে ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৭ দশমিক ২ এবং বরিশালে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আবহাওয়াবিদরা মনে করছেন, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশিই থাকে। মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টি না হলে এ তাপমাত্রা খুব বেশি কমবে না।, আগামী মাসে ঝড়-বৃষ্টি কিছুটা বাড়তে পারে, ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা কম থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। ফলে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিলেট ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা।
এমকে