শ্রীলঙ্কার প্রধান বিরোধীদলের তরুণ রাজনীতিবিদ রেহান জয়াবিক্রমে। গত ১৩ তারিখ ছোট্ট এক ঘোষণা দিয়ে তিনি বিস্ময় সৃষ্টি করেন।
টুইটারে রেহান লেখেন, আমি বৌদ্ধ এবং জীবনে বৌদ্ধদর্শন মেনে চলতে সর্বোচ্চ চেষ্টা করি। এরপরেও জানাতে চাই, আমি আমার মুসলিম ভাই-বোনদের সঙ্গে পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য অপেক্ষা করছি। এটি হবে আমার জীবনে প্রথম রোজা রাখা, সুতরাং আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।
ঘোষণা অনুসারে পরের দিন থেকেই রোজা রাখছেন শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় ওয়েলিগামা শহরের আরবান কাউন্সিলের এ চেয়ারম্যান।
রেহান জয়াবিক্রমে জানান, তিনি যে রমজান মাসজুড়ে রোজা রাখতে চান, এর লক্ষ্য হলো- সেই হামলার পর শ্রীলঙ্কায় যে মুসলিমবিরোধী মনোভাব তৈরি হয়েছে, তা দূর করা।
রেহান জয়াবিক্রমে বলেন, আমাদের দেশে কিছু নেতা বর্ণবাদ উসকে দিচ্ছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমি রোজা রাখার চিন্তা করি। এর অর্থ এই নয় যে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি বর্ণবাদের প্রতিবাদ করছি।
বিবিসি বাংলা