মন্তব্য
ভারতের মহারাষ্ট্রের বিড জেলার অম্বেজোগাইয়ে হাসপাতালের মর্গের বাইরে রাখা অ্যাম্বুলেন্স। তাতে করোনায়া মারা যাওয়া ব্যক্তিদের লাশ উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা নেই, তাই গাদাগাদি করেই একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে ২২টি লাশ। একটির ওপর আরেকটি লাশ গাদাগাদি করে চাপানো রয়েছে অ্যাম্বুলেন্সটিতে।
মহারাষ্ট্রের স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়া সরকারি মেডিকেশ কলেজ হাসপাতালের ঘটনা এটি। অ্যাম্বুলেন্সে এভাবে গাদাগাদি করে লাশ তোলার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। অভিযোগ উঠেছে, মৃতদের আত্মীয়রা অ্যাম্বুলেন্সে এভাবে লাশ তোলার ছবি তুলতে গেলে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে মৃতদেহগুলি সৎকারের পর মোবাইল ফোন ফেরত দেওয়া হয় তাদের।
আনন্দবাজার