বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সূচকের পয়েন্ট ও লেনদেনের পরিমাণ। তবে বেড়েছে বাজার মূলধন, সেই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর।
তিন সূচকের মধ্যে ডিএসইএক্স শূন্য দশমিক ১৩, ডিএসইএস শূন্য দশমিক ৫৬ ও ডিএস-৩০ এক দশমিক ১৭ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ৩২ দশমিক ৪৪, ডিএসইএস এক হাজার ৫০৪ দশমিক শূন্য পাঁচ আর ডিএস-৩০ দুই হাজার ৬১২ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে।
আগের কার্যদিবসের তুলনায় লেনদেন লেনদেন কমেছে এক কোটি ৬৪ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকা।
বুধবার শেয়ার লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৫৭টির আর বাকি ৬৬টির অপরিবর্তিত থাকে। এক হাজার ৭২ কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৬৩ হাজার ২১১ কোটি টাকায়।
লেনদেনের শুরুতে কিছুটা উত্থানের চিত্র দেখা গেলেও এক ঘণ্টা পরবর্তী পুরো সময় উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড শীর্ষে ওঠে আসে-৮৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে অগ্নি সিস্টেমস লিমিটেড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই সূচকের একটি সিএসসিএক্স ২৪ দশমিক ৮১ পয়েন্ট কমে ১২ হাজার ৩৭১ দশমিক ৯৭ পয়েন্টে, অপরটি সিএএসপিআই ৩৮ দশমিক ২৭ পয়েন্ট কমে ২০ হাজার ৫৯৭ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত থাকে ৩৬টির। লেনদেন হয় ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৯৩ লাখ টাকা।
এমকে