ভাইকে খুন করায় অভিনেত্রী গ্রেপ্তার

২৮ এপ্রিল ২০২১

ভাইকে টুকরো টুকরো করে কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে কন্নড় ছবির জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ে। ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার অভিযোগে অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 

দেশটির ধারওয়াড় জেলা পুলিশের পক্ষ থেকে এই মামলার চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের চিহ্নিত করা হয়েছে তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১) নামে। 

এদের মধ্যে এক অভিযুক্ত, ২১ বছরের নিয়াজাহমেদ কাটিগরের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িত শানায়া। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল ভাই, এর জেরেই নিয়াজ আহমেদ প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যার চক্রান্ত করে। 


মন্তব্য
জেলার খবর