শুধু আল্লাহই আমাদের বাঁচাতে পারেন : ফারিয়া

২৮ এপ্রিল ২০২১

লাক্স তারকা ফারিয়া শাহরিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে বলেন, 'শুধু আল্লাহই আমাদের বাঁচাতে পারেন। আমি বাসায় আছি আপনিও থাকুন। খুব বেশি হলে অনলাইন থেকে শপিং করুন। শপিং মলে গিয়ে ভাইরাস বাসায় আনবেন না, বাপ মা'কে অসুস্থ করবেন না। প্লিজ অবস্থা এইবার আগের চেয়ে অনেক বেশি খারাপ, অনেক বেশি।'

সম্প্রতি ফারিয়া শাহরিন বাগদান সম্পন্ন করেছেন। ফারিয়া শাহরিন বলেন, 'কখনোই বিচ্ছেদ নয়, সারাজীবন একসাথে থাকার কমিটমেন্ট নিয়েই আমরা পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই যেন সুখে সংসার করতে পারি।'


মন্তব্য
জেলার খবর