পার্কেও মৃতদেহ পোড়ানোর চিতা

২৮ এপ্রিল ২০২১

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অসংখ্য অস্থায়ী চিতা বসানো হচ্ছে। রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। 

আকাশ থেকে তোলা ভারতের রাজধানী নয়াদিল্লির ছবিতে শব পোড়াতে অসংখ্য চিতা দেখা যাচ্ছে। বিদেশি পত্রিকায় যে খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে।

ভারতে রাতভর কাজ করে যাচ্ছেন শ্মশানকর্মীরা। মৃতদের স্বজনরাও কাঠ জড়ো করে, শাস্ত্রীয় আচার পালনের মধ্য দিয়ে শবদাহে সহায়তা করছেন।

দিল্লিতে গাড়ি পার্কিংয়ের জায়গায়, পার্কে ও খোলা মাঠেও চিতা স্থাপন করতে চাচ্ছে। মরদেহ দাফনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।


মন্তব্য
জেলার খবর