মন্তব্য
২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই অবস্থান করছে ভারত। এতদিন রাশিয়া তৃতীয় অবস্থানে ছিল।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল ৭৭,৮০০ কোটি ডলার। বিপরীতে চীনের প্রতিরক্ষা ব্যয় ছিল ২৫,২০০ কোটি ডলার এবং ভারতের ৭,২৯০ কোটি ডলার।
এক ধাপ নেমে তালিকায় চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় ২০২০ সালে প্রতিরক্ষা ব্যয় ছিল ৬,১৭০ কোটি ডলার।
পঞ্চম অবস্থানে থাকা ব্রিটেনের ৫,৯২০ কোটি ডলার, ষষ্ঠ সৌদি আরবের ৫,৭৫০ কোটি ডলার এবং যৌথভাবে সপ্তম ফ্রান্স ও জার্মানির সামরিক বরাদ্দের পরিমাণ ৫,৩০০ কোটি ডলার।
সূত্র: স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এর সর্বশেষ প্রতিবেদন