চিতার কাঠও পাওয়া যাচ্ছে না দিল্লিতে

২৮ এপ্রিল ২০২১

রাজধানী দিল্লিতে মৃতদেহ সৎকারের জায়গা পর্যন্ত নেই। মৃতদেহ দাহ করার কাঠ ফুরিয়ে গেছে বহু শ্মশানে। কাঠের অভাবে কেয়ারটেকারকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে শ্মশানের দরজা।  

দিল্লির রাস্তায় লোক নেই। মন্দির, মসজিদ, গির্জাও সেভাবে ভর্তি নয়। জনসমাগম শুধুই হাসপাতালগুলোতে। আর সেখান থেকে বেরিয়ে আসা একের পর এক মরদেহ সৎকারে হয়রানি, ভোগান্তি সাধারণ মানুষের। 

ওয়ানইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর