বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ১১ এপ্রিল করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তাঁর।
জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন। বাসা থেকে বের হওয়ার সময় তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে হাসপাতালে যাওয়ার পথে তার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করে বিএনপি। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল একই হাসপাতালে তার সিটি স্ক্যান করানো হয়।
এমকে