সিংহভাগ শেয়ার দর কমায় পতন দেখা গেছে সূচকে। লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৭১ কোটির বেশি টাকা। লেনদেন হয় ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। এর মধ্যে দর বাড়ে ৫৯টির,কমে ২৩১টির আর অপরিবর্তিত থাকে ৬২টির। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিস্থিতি ছিল এমনই।
এদিনে লেনদেন হয় ৮২৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার। লেনদেন কমেছে ৩৭১ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা। ২১ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬১৪টি শেয়ার এক লাখ ৩৭ হাজার ৩৬ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতন ছিল।
প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪২২ দশমিক ৩৮ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ১৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে এক হাজার ২৪৫ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ৪১ পয়েন্ট কমে ২ হাজার ৯২ দশমিক ৪৮ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন চার হাজার ৪৬৫ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ ৬৮ হাজার ৩১২ কোটি ২ লাখ ৮১ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১১ দশমিক ৫০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
এমকে