মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। ভাইরাসটিতে দৈনিক আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬৩০ জন। মারা গেছেন ২২ জন।
মহামারির এ পরিস্থিতিতে দেশটিতে চলছে আইপিএল। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার আইপিএল স্থগিতের আবেদন জানিয়েছেন। শুধু আইপিএল-ই নয়, স্থগিত থাকা নিজ দেশের টি-টোয়েন্টি সুপার লিগ পিএসএলও এই সঙ্কটময় সময়ে চালু না করার আবেদন জানিয়েছেন তিনি। এ মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে পাকিস্তানে ১০-১৫ দিনের কারফিউ জারি চান শোয়েব।
নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ পেসার বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়, সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেটা অক্সিজেন ট্যাঙ্ক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। আইপিএল বন্ধ করা উচিত। পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি, তা নয়। আমি মনে করি, জুনে পিএসএলও স্থগিত হওয়া উচিত।’ এছাড়া এক টুইট বার্তায়ও তিনি এ আহ্বান জানান।