ভারতের মানুষের জন্য বাবরের আকুতি

২৮ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের ২য় ঢেউয়ে  লণ্ডভণ্ড ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শ্মশানে শ্মশানে লাশের সারি। কোথাও কোথাও ফুরিয়ে গেছে জ্বালানি কাঠ। শ্মশানে জায়গা না থাকায় গণচিতায় পোড়ানো হচ্ছে শবদেহ। হসপিটালে দেখা দিয়ে প্রচণ্ড অক্সিজেন সঙ্কট। 

ভারতের এমন বিপদজনক মুহূর্তে সেদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এক টুইট বার্তায় বাবর লিখেছেন, ‘এই ভয়াবহ দুঃসময়ে ভারতবাসীদের জন্য প্রার্থনা করি। এখন সময় সহানুভূতি দেখানোর এবং একসঙ্গে প্রার্থনার। সবার কাছে অনুরোধ করছি- স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের সকলের জন্য এটা জরুরি। একসঙ্গে থাকলে আমরা জিতব। ’


মন্তব্য
জেলার খবর