ইউক্রেনে এক সেনার গুলিতে ৫ সেনা নিহত

২৭ জানুয়ারী ২০২২

ইউক্রেনে এক সেনা সদস্যের গুলিতে ৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৫ জনা। বৃহস্পতিবার পূর্ব ইউরোপের এ দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। ইউক্রেন ইস্যুতে বিশ্ব যখন উত্তপ্ত, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে, ঠিক তখনই এ হামলার ঘটনা ঘটলো।

 

ইউক্রেন পুলিশ জানিয়েছে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনাসদস্য নিরাপত্তা বাহিনীর অন্য পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করে। এ সময় ওই সেনাসদস্যের গুলিতে আরও ৫ জন আহত হন। গুলির কারণ এখনও জানা যায়নি।

 

ইউক্রেনের নিপরোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় এদিন ভোরে এ ঘটনা ঘটে। সৈন্যদের কাছে অস্ত্র প্রদানের সময় অভিযুক্ত সেনা অন্য পাঁচজনকে গুলি করে হত্যা করে। পরে অভিযুক্ত সেনাসদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া সেনার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর