১২৩ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ আটক-২

২৮ এপ্রিল ২০২১

জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটে ১২৩ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি শুকনো গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার ধলাহার রামকৃষ্ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের বাসিন্দা মাহবুব আলম (৩২) ও হাবিবুর রহমান (২০)।


চকবরকত পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের ইন্সপেক্টর সুলতান মাহমুদ জানান, রামকৃষ্ণপুর গ্রামের বাবলু হোসেনের বাড়ির পশ্চিমে কিছু লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে-  গোপন সুত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় তল্লাশীকালে তাদের কাছে ১২৩ বোতল ফেন্সিডিল এবং ০৬ (ছয়) কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মাহফুজ রহমান/এমকে

 


মন্তব্য
জেলার খবর