৭৭ করোনা রোগীর প্রাণহানি

২৯ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত ৭৭ জন মারা গেছেন, করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৫৫ জনের।পাশাপাশি সুস্থ্য হয়েছেন করোনা আক্রান্ত পাঁচ হাজার ৩৯২ জন। বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত লাখ ৫৪ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৩০৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ছয় লাখ ৭২ হাজার ৩১৯ জন। ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা হয়েছে।শনাক্তের হার ১৩ দশমিক ৯১।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৪২৭টি, পরীক্ষা হয়েছে ২৮ হাজার ২০৬টি। ১০ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।মারা যাওয়াদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং নারী ৩৪ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৪৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে পাঁচ জন, খুলনায় সাত জন, বরিশালে পাঁচ জন, সিলেটে দুই জন, রংপুরে একজন এবং ময়মনসিংহে দুই জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৪৯ জন, বেসরকারি হাসপাতালে ২৭ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর