কুকুরের জন্য সরকারি ছুটি!

২৯ এপ্রিল ২০২১

তুর্কিমেনিস্তানের প্রেসিডেন্টের অত্যন্ত পছন্দ শেফার্ড প্রজাতির অ্যালাবে জাতের কুকুর। আর তা থেকেই এ জাতের কুকুরকে তিনি বিবেচনা করেন জাতীয় ঐতিহ্য হিসেবে। এছাড়া প্রাণীর প্রতি ভালোবাসার জন্য বিশেষ ‍সুখ্যাতি রয়েছে তার। 

সম্প্রতি অ্যালাবে জাতের কুকুরকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তুর্কমেনিস্তান জুড়ে। আর সাধারণ ছুটি ঘোষণা করা হয় সেই অনুষ্ঠানকেই ঘিরে। একটি প্রদর্শনীও করা হয় অ্যালাবে জাতের কুকুর নিয়ে। হয় প্রতিযোগিতাও।

আর সেই প্রতিযোগিতায় বিচারকেরা অ্যালাবে কুকুরগুলোর মধ্য থেকে সেরা নির্বাচন করেন সৌন্দর্য ও ক্ষিপ্রতার ভিত্তিতে।   সীমান্তরক্ষী বাহিনীতে সাহসিকতার দৃষ্টান্ত রাখায় একটি কুকুরকে পুরস্কৃত করেন দেশটির প্রেসিডেন্ট। 

জিনিউজ


মন্তব্য
জেলার খবর