সর্বোচ্চ ৬ শতাংশ হবে জিডিপি’র প্রবৃদ্ধি

২৯ এপ্রিল ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরে কমে ৫ দশমিক ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ হতে পারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি। এমনটাই বলছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যদিও এর আগে চলতি অর্থবছরের জন্যই এডিবি পূর্বাভাস দিয়েছিল এ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে।

জিডিপির নতুন এ মাত্রা উল্লেখ করা হয়েছে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২১’ শীর্ষক প্রতিবেদনে। বুধবার (২৮ এপ্রিল) প্রতিবেদনটি প্রকাশ হয়।

এডিবি জানায়, আগের পূর্বাভাসের সময় করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা বিবেচনায় নেয়া হয়নি। চলমান দ্বিতীয় ঢেউ এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাই চলতি অর্থবছরে বাংলাদেশের ৬ দশমিক ৮ শতাংশ জিডিপি অর্জন হওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা থেকে কমপক্ষে ১ শতাংশ কম অর্জিত হতে পারে। তবে বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ালে এবং করোনা নিয়ন্ত্রণ সম্ভব হলে আগামী অর্থবছরে (২০২১-২২) প্রবৃদ্ধি বেড়ে যেতে পারে ৭ দশমিক ২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে ‘লকডাউন’ দিয়েছে ও ভ্রমণ নিয়ন্ত্রণ করেছে সরকার। এতে জীবন বাঁচলেও জীবনযাপনকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমিয়ে দেবে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের চেয়েও চলতি বছর রাজস্ব আদায়  বেশি হতে পারে। মূল্যস্ফীতি থাকতে পারে ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশের মধ্যে। আমদানি যেমন আছে, তেমনই থাকতে পারে।আর ব্যবসা-বাণিজ্য কিছুটা সঙ্কুচিত হতে পারে। রফতানি ও রেমিট্যান্স আগের মতোই ভালো অবস্থায় থাকতে পারে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর