যুবকের জীবন বাঁচানো বেশি দরকার : দাভালকর

২৯ এপ্রিল ২০২১

গত ২২ এপ্রিল ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ইন্দিরা গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছিল কোভিড আক্রান্ত ৮৫ বছরের নারায়ণ দাভালকরকে। শ্বাসকষ্ট হচ্ছিল তার। তবুও হাসপাতালে শয্যা ছেড়ে দিতে চান তিনি। চিকিৎসকরা নিষেধ করলেও শোনেননি দাভালকর। 

কারণ, হাসপাতালে দাভালকর দেখতে পান, নিজের ৪০ বছরের স্বামীকে ভর্তি করানোর জন্য মিনতি করছেন তার স্ত্রী। এই দৃশ্য দেখার পরই দাভালকর সিদ্ধান্ত নেন শয্যা ছেড়ে দেবেন। চিকিৎসকদের তিনি বলেন, 'আমার বয়স ৮৫। অনেক বেঁচেছি। ওই যুবকের জীবন বাঁচানো বেশি দরকার। ওদের ছেলেমেয়েও আছে। দয়া করে আমার বেডটা ওকে দিন।’               

জি নিউজ


মন্তব্য
জেলার খবর