হাসপাতাল সারি সারি লাশ

২৯ এপ্রিল ২০২১

ভারতে বুধবার তিন হাজার ২৯৩ জন মারা গেছেন। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, সত্যিকারের প্রাণহানির সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণ বা তার চেয়ে বেশি হবে। কারণ ভারতে ৮০ শতাংশ মৃত্যু সরকারি হিসাবে নথিভুক্ত করা হয়নি।

নয়াদিল্লিতে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করেন জিতেন্দ্র সিং শান্তি। তিনি বলেন, যারা বাড়িতে মারা যাচ্ছেন, তাদের হিসাবে রাখা হচ্ছে না। যদি তাদেরও হিসাব করা হতো, তাহলে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ থেকে ৫০ জন হতো।

আহমেদাবাদ ও গুজরাটে ধারণ করা ভিডিওতে দেখা যায়, হাসপাতালের মর্গে সারি সারি মরদেহ পড়ে আছে। লাশ দাফন করতে ও দাহ করতে নিয়ে যাওয়ার জন্য স্বজনেরা অপেক্ষা করছেন।
 

ডেইলি মেইল 


মন্তব্য
জেলার খবর