মন্তব্য
ফিলিপাইন নিজ জলসীমায় কী করবে আর করবে না—তাতে চীনের মাথাব্যথার কোনো কারণ নেই। এমন মন্তব্য করে বুধবার ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোস্টগার্ডের চলমান মহড়া নিয়ে চীনের বিরোধিতাকে তারা প্রত্যাখ্যান করেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা বলেন, দক্ষিণ চীন সাগরে আমাদের এই মহড়ায় বাধা দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই চীনের। তাদের দাবিরও কোনো ভিত্তি নেই।
রয়টার্স