মন্তব্য
দেশে করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে সরকার আরোপিত বিধিনিষেধের (‘লকডাউন’) মেয়াদ সাতদিন বাড়ানো হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ফলে ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে চলমান বিধিনিষেধ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত সময়ে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।খোলা থাকবে শিল্প-কারখানা। আগের মতো জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।
এমকে