মন্তব্য
করোনায় মৃত্যু হয়েছে স্ত্রীর। সে লাশ শ্মশান পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়নি কোনো গাড়ি। শেষমেশ স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে হাঁটলেন স্বামী।
৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্মশানে পৌঁছার পর হলো সৎকার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানার কামারেড্ডিতে।
মহিলার নাম নাগলক্ষ্মী। নাগলক্ষ্মী এবং তার স্বামী কামারেড্ডি রেলস্টেশনের কাছে একটি ঝুপড়িতে থাকতেন। ভিক্ষা করেই দিন চলত তাদের।
আজকাল