মন্তব্য
গত সোমবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে প্রকৃত প্রেমের ‘উপকরণ’ জানিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার এ উপকরণ দেখে অবাক হয়েছেন অনেকেই।
নুসরাত বলছেন, ১ কাপ প্রেমে ১ চিমটে রসবোধ মিশিয়ে নিন। তাতে ২ চামচ নির্ভেজাল আনন্দ, ১ পাউন্ড সামঞ্জস্য, ৩ টেবিল চামচ বিশ্বাস, ১ কাপ সম্মান, আধ পাউন্ড সহনশীলতা, ১ চিমটে কোমলতা আর ১ কাপের ৩ ভাগ ধৈর্য মেশাতে হবে। এই উপকরণ সঠিকভাবে মিশলেই তৈরি হবে ‘প্রকৃত প্রেম’।
আনন্দবাজার