নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল পাস করেছে জাতীয় সংসদ। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের বৃহস্পতিবারের (২৭ জানুয়ারি) বৈঠকে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এখন রাষ্ট্রপতির সই করলে গেজেট আকারে প্রকাশ হবে এ আইন। দেশে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ হবে এ আইনে।
এদিকে চুড়ান্ত খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর থেকে পাস হওয়া পর্যন্ত বিলটি নিয়ে সমালোচনা হচ্ছিল, করছিল বিএনপিসহ সুশীল সমাজের একটি অংশ। গত রোববার বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের দুটি ধারায় সংশোধনী দিয়ে বুধবার সংসদে প্রতিবেদন পেশ করে কমিটি। সংসদে উত্থাপিত বিলে কার্যদিবস ছিল ১০।
বৃহস্পতিবার সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবেন। সদস্যদের মধ্যে একজন নারীও থাকবেন। এ কমিটি সিএইস হিসেবে দুইজনসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশসহ ১০ জনের নাম প্রস্তাব করবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে একজনকে সিইসিসহ নতুন নির্বাচন কমিশন নিয়োগ করবেন।
এমকে