বাড়ছে ভুট্টা চাষ

২৯ এপ্রিল ২০২১

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)

কুষ্টিয়ার কুমারখালীতে ভুট্টা চাষ বাড়ছে। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ ও পরিশ্রমে বেশি লাভ হওয়ায় এবং কৃষি বিভাগ থেকে প্রণোদনা পাওয়া চাষ বাড়ছে। আগামী দু-এক বছরের মধ্যে এ উপজেলায় ভুট্টাচাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি বিভাগের দেয়া তথ্যানুসারে, এবছর উপজেলার বাগুলাট, যদুবয়রা, চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় ৫১০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে,  যা গত বছরের চেয়ে ৫৫ হেক্টর বেশি। এর মধ্যে কৃষি অফিসের প্রদর্শনী ক্ষেত রয়েছে ৩০টি।  চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৪৮৫ হেক্টর, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ১২০ মেট্টিক টন।

কৃষি বিভাগের স্থানীয় অফিস জানায়, জাত হিসেবে উন্নতমানের সুপার সাইন, মিরাক্কেল, সান সাইন, কাবেরি, ডন ও ১১১ জাতের ভুট্টা আবাদ করছেন চাষীরা। অতীতে যেসব জমিতে অন্য ফসলের চাষ করা হতো, এ বছর সেসব জমিতে  উন্নতজাতের ভুট্টার চাষ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ফলনও ভাল হয়েছে।


স্থানীয় চাষীরা জানায়, প্রতি একর জমিতে ভুট্টাচাষ করতে খরচ হয় সর্বোচ্চ ২৫ থেকে ২৮ হাজার টাকা। উৎপাদন ভাল হলে উৎপাদিত ভুট্টার মূল্য আসবে প্রায় ৮০ হাজার টাকা। তাছাড়াও ভুট্টা চাষে গো-খাদ্য এবং চাষীদের পারিবারিক জ্বালানীর চাহিদাও মেটানো যায়।


চাঁদপুরের ভুট্টা চাষি নজরুল ইসলাম বলেন, নিজের চার একর জমিতে ভুট্টা চাষ করেছি। ফলনও ভাল হয়েছে। আমার খরচ হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। উৎপাদন ভাল হওয়ায় উৎপাদিত ভুট্টার বিক্রয় মূল্য আসবে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে স্থানীয় হাট-বাজারে কৃষকদের উৎপাদিত প্রতি মন ভুট্টা ৬০০-৬৫০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
 

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান, প্রণোদনা ছাড়াও এবছর অনেক কৃষক ভুট্টাচাষ করেছেন।  উপজেলায় ২৭ হেক্টর জমিতে ২১৫ জন কৃষককে ভুট্টাচাষের জন্য প্রণোদনা দিয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা দেয়া হয়েছে চাপড়া ও বাগুলাট ইউনিয়নের চাষীদের। তিনি আরো জানান, সম্ভাব্য ফলন প্রতি হেক্টর জমিতে ১০-১২  মেট্টিক টন হতে পারে। তবে প্রক্রিয়াজাত এবং বাজারজাতের নিশ্চয়তা পেলে অন্য ফলনের বিকল্প হিসেবে এ উপজেলায় ভুট্টাচাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

এমকে


মন্তব্য
জেলার খবর