অর্থ আত্মসাতের অভিযোগে হাসপাতালের হিসাবরক্ষক বরখাস্ত

২৯ এপ্রিল ২০২১


নড়াইল সংবাদদাতা
নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘ইউজার ফি’ অর্থাৎ বহির্বিভাগ, জরুরি বিভাগ, ভর্তি, প্যাথলজি, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, কেবিন, অ্যাম্বুলেন্স, অপারেশন ও করোনাসহ অন্যান্য ফিসের টাকা আত্মসাতের অভিযোগে এ আদেশ দেয় স্বাস্থ্য বিভাগ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুস শাকুর বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তত্ত্বাবধায়ক জানান, স্বাস্থ্য বিভাগ খুলনা অঞ্চলের পরিচালক স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠিটি বৃহস্পতিবার সকালে আমাদের হাতে এসে পৌঁছায়। এর আগে  লাকির বিরুদ্ধে গঠিত বিভাগীয় তদন্ত কমিটি ৪৮ লাখ ১৯ হাজার ৮৮২ টাকা আত্মসাতের প্রমাণ পায়।  এছাড়া গত ৭ এপ্রিল নড়াইল সদর হাসপাতালের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠিত হয়। এই কমিটিও লাকির বিরুদ্ধে টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের (২০২১) ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাসপাতালের বিভিন্ন সেবা খাতের টাকা আত্মসাতের  অভিযোগে লাকির নামে মামলা করেছে দুদক।  গত ২৪ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ মামলা করেন। লাকির বাড়ি  নড়াইল শহরের আলাদাতপুর এলাকায়।



ফরহাদ খান/এমকে


 

 


মন্তব্য
জেলার খবর