গাড়িতেই নির্যাতন শুরু, থানায় নিয়ে হকিস্টিক-হাতুড়ি পেটা

২৯ এপ্রিল ২০২১

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)

গাড়িতে তোলার পরই নির্যাতন শুরু হয়, আর থানায় নেয়ার পরে এক কক্ষে আটকে চোখ বেঁধে হকিস্টিকি ও হাতুড়ি পেটা করা হয়। অভিযোগ ওঠেছে এভাবেই পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন বাংলার কুষ্টিয়াস্থ ক্যামেরা পার্সন নাজমুস হাসিব। নির্যাতনের পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবারের এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সমাবেশ থেকে নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এদিকে জেলা পুলিশের তরফ থেকে নির্যাতনের এ ঘটনা পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

জামিনে মুক্তি পেয়ে নাজমুস সাকিব বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) ভোরে কুমারখালীর বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের গোন্ডগোলের সময় জমুস হাসিবকে আটক করে ডিবি পুলিশ। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে নির্যাতন করা হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা দুপুর তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত থানায় অবস্থান নিলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।

এদিকে কুমারখালী বাসস্ট্যান্ডে মানবন্ধব ও বিক্ষোভ সমাবেশে নির্যাতনের সঙ্গে জড়িত ওসি (তদন্ত) রাকিব হাসান, এসআই হাসান ও এসআই বিলকিসের প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়ার শতাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম মুঠোফোনে জানান, কোনো সাংবাদিক নির্যাতন করা হয়নি। কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর