খুঁজতে হবে দীর্ঘমেয়াদি উপায়

৩০ এপ্রিল ২০২১

করোনা মোকাবিলায় লকডাউন একমাত্র সমাধান নয় বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার মতে, গবেষণার মাধ্যমে করোনা থেকে মুক্তির দীর্ঘতম সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি উপায়গুলো নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (৩০ এপ্রিল) উপলক্ষে এ সভা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, লকডাউন স্বল্পতম সময়ের জন্য প্রযোজ্য। তাছাড়া লকডাউনে মানুষের নানা সমস্যা হয়। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশ নেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর