৮৮ করোনা রোগী প্রাণহানি

৩০ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮৮ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩৪১ জনের, সুস্থ হয়েছেন চার হাজার ৭৮২ জন করোনা রোগী।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের।এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন। সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৪৮ হাজার ৬৫৮টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৯।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭২৩টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮টি।। শনাক্তের হার ৯ দশমিক ৩৯। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫২ জন, নারী ৩৬ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৪৮ জন, চট্টগ্রামে ২২ জন, রাজশাহী ও বরিশালে চার জন করে, খুলনায় একজন, সিলেটে পাঁচ জন এবং রংপুর ও ময়মনসিংহে দুই জন করে এবং সরকারি হাসপাতালে ৫২ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন ও বাসায় তিন জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর